নিউজিল্যান্ড এর সাথে চলমান টি-২০ সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে হেরে বলিং করছে বাংলাদেশ। এর আগের দুটি ম্যাচে সহজ জয় তুলে নেয় টাইগাররা। প্রথম ম্যাচে ৭ উইকেটের বিশাল জয় এবং ২য় ম্যাচে ৪ রানে জয়।
এদিকে উইনিং কম্বিনেশন বজায় রাখতে আজকের ম্যাচেও ২ নং পিচে খেলা হচ্ছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ব্লাক ক্যাপ দের সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান। ম্যাচের ২ ওভার ১ বলে দলীয় ১৬ রানে ফিন আল্যেন কে সাজ ঘরে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এসময় তার সংগ্রহ ছিলো ১০ বলে ১৫ রান। এরপর ম্যাচের ৬ তম ওভারে পরপর দুটো উইকেট তুলে নেন পেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। মুস্তাফিজ, সাইফুদ্দিন ছাড়াও ১ টি করে উইকেট পান মেহেদী হাসান ও মাহামুদুল্লাহ রিয়াদ।
আজকের ম্যাচে জয় লাভ করলে তাদের টি-২০ ইতিহাসে এক অনন্য রেকোর্ড করবে টিম বাংলাদেশ। এর আগে পরপর ২টি টি-২০ সিরিজে জয়লাভ করে নি বাংলাদেশ। তবে আজ জিতলে এটা হবে টাইগারদের টানা ৩য় সিরিজ জয়।
ক্রিড়া প্রতিবেদক/১২